Source: 
Bartaman Patrika
https://bartamanpatrika.com/home?cid=13&id=449135
Author: 
Date: 
13.04.2023
City: 
New Delhi

২৮টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই মুহূর্তে দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি! ব্যতিক্রম মাত্র একজন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে তৃণমূল নেত্রীই দরিদ্রতম। সম্পত্তির বহরে সবার শীর্ষে রয়েছেন ওয়াই এস জগন্মোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস প্রধানের মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকারও বেশি। এমনকী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথও তালিকায় মমতার থেকে অনেক এগিয়ে। দেশের একমাত্র গেরুয়াধারী মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা। বুধবার এমনই তথ্য প্রকাশ করেছে নির্বাচনী সমীক্ষা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ (নিউ)। দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর পেশ করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করেই তাদের এই রিপোর্ট।
সংস্থা দু’টির দাবি, দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি ৯৬ লক্ষ টাকা। গত পাঁচ বছরে তাঁদের সম্পত্তি বেড়েছে ৩৮৪ শতাংশ। শুধু তাই নয়, ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের নামে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সম্পত্তির বহরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের পেমা খান্ডু (১৬৩ কোটি ৫০ লক্ষ) ও ওড়িশার নবীন পট্টনায়েক (৬৩ কোটি ৮৭ লক্ষ)। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল যথাক্রমে তেলেঙ্গানার কেসিআর (২৩ কোটি ৫৫ লক্ষ), ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল (২৩ কোটি ৫ লক্ষ), অসমের হিমন্ত বিশ্বশর্মা (১৭ কোটি ২৭ লক্ষ),  মহারাষ্ট্রের একনাথ সিন্ধে (১১ কোটি ৫৬ লক্ষ), তামিলনাড়ুর স্ট্যালিন (৮ কোটি ৮৮ লক্ষ), রাজস্থানের অশোক গেহলট (৬ কোটি ৫৩ লক্ষ)। এছাড়া বিহারের নীতীশ কুমার ও দিল্লির অরবিন্দ কেজরিওয়াল— উভয়েরই তিন কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে।

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method