Skip to main content
Source
Eimuhurte
https://www.eimuhurte.com/state/west-bengal-chief-minister-mamata-banerjee-has-the-lowest-total-assets/
Author
Sundeep Sinha
Date

এক যুগ ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেশের ২৮টি রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর মধ্যে তিনিই সবচেয়ে গরিব। দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীরা যেখানে টাকার পাহাড়ের ওপরে বসে সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। তবে সবটাই অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি বলে কিছু নেই তাঁর।

বুধবার বেসরকারি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) পক্ষ থেকে দেশের ২৮ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা ও তাদের বিরুদ্ধে থাকা মামলা নিয়ে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, দেশের ৩০ মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি ৩৮ লক্ষ ১৬ হাজার ৫৬৬ কোটি টাকা। সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকার সামান্য বেশি। সর্বহারার নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সম্পত্তির পরিমাণ এক কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার ৭৬৬ টাকা। দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি ৯৬ লক্ষ টাকা।

এডিআরের রিপোর্টে জানানো হয়েছে, দেশের ৩০ মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি ধারায় মামলা রয়েছে। অর্থা‍ৎ ৪৩ শতাংশই দাগি। সবচেয়ে বেশি মামলা রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৬৭টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৭টি মামলায় গুরুতর ধারা রয়েছে। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে ৪৭টি মামলা রয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোজন রেড্ডির বিরুদ্ধে রয়েছে ৩৮টি মামলা।


abc