Source: 
Sangbadpratidin
Author: 
Date: 
28.01.2022
City: 

ভোট এলেই ব্যাপকভাবে টাকা ছড়ানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বিরোধীরা বারবার অভিযোগ করেন, বিজেপির অর্থবলের কাছেই পরাস্ত হয় বিরোধীদের জনসমর্থন। সেই অভিযোগের সত্যতা প্রশ্নাতীত না হলেও, বিজেপি যে অন্য রাজনৈতিক দলগুলির তুলনায় অনেকটাই ধনী, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (Association for Democratic Reforms) বা এডিআরের দেওয়া তথ্য সেকথাই প্রতিষ্ঠিত করছে। পরিসংখ্যান বলছে, দু’বছর আগের হিসাবেও বিজেপির মোট সম্পত্তির পরিমাণ অন্য বিরোধী দলগুলির থেকে অনেক অনেক বেশি। বাদবাকি ছ’টি জাতীয় দলের মিলিত সম্পত্তিও বিজেপির ধারেকাছে আসে না।

ADR-এর রিপোর্ট বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৮৪৭.৭৮০ কোটি টাকা। অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে বহুজন সমাজ পার্টি। তাঁদের সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩০ কোটি। প্রকৃত অর্থে সর্বভারতীয় দল হিসাবে নিজেদের দাবি করা কংগ্রেসের ভাঁড়ে মা ভবানী। সম্পত্তির নিরিখে নেমে এসেছে তৃতীয় স্থানে বিএসপিরও পরে। ২০১৯-২০ অর্থবর্ষে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল ৫৮৮.১৬০ কোটি টাকা। অন্য সর্বভারতীয় দলের মধ্যে সিপিএমের সম্পত্তির পরিমাণ ৫৯৬.৫১৯ কোটি টাকা। এরাজ্যের শাসকদল তৃণমূলের মোট সম্পত্তির পরিমাণ ২৪৭.৭৮০ কোটি টাকা।

সর্বভারতীয় দলগুলির ঘোষিত সম্পত্তি (২০১৯-২০):
বিজেপি- ৪, ৮৪৭.৭৮০ কোটি
বিএসপি- ৬৯৮.৩৩০ কোটি
কংগ্রেস- ৫৮৮.১৬০ কোটি
সিপিএম- ৫৯৬.৫১৯ কোটি
তৃণমূল- ২৪৭.৭৮০ কোটি
সিপিআই- ২৯.৭৮০ কোটি
এনসিপি- ৮.২০০ কোটি

আঞ্চলিক দলগুলির মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। সপার মোট সম্পত্তির পরিমাণ ৫৬৩.৪৭ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা টিআরএসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০১ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা এআইএডিএমকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৬৭ কোটি টাকা।

অ‌্যাসোসিয়েশন ফর ডেমোক্র‌্যাটিক রিফর্মস বা এডিআর (ADR report) নিয়মিত নজরে রাখে, কোন দলের তহবিলে কত টাকা জমা পড়ল। দলগুলিকেও তাদের তরফে তহবিলে জমা অঙ্কের পরিমাণ ঘোষণা করতে হয়। তাতেই উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। দেখা যাচ্ছে, ২০১৯ সালে জাতীয় রাজনৈতিক দলগুলি মোট সম্পত্তির প্রায় ৭০ শতাংশই বিজেপির।

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method