অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং দ্য ন্যাশনাল ইলেকশন ওয়াচ (NEW)-এর রিপোর্ট অনুসারে দেশের বিভিন্ন রাজ্যের ৪০০১ জন বর্তমান বিধায়কের মোট সম্পদ ৫৪,৫৪৫ কোটি টাকা বলে জানা গেছে।
দেশের বিভিন্ন রাজ্যের ৪,০০১ জন বর্তমান বিধায়কের মোট সম্পদের পরিমাণ ৫৪,৫৪৫ কোটি টাকা। যা দেশের উত্তর পূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, মিজোরাম এবং সিকিমের ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটের চেয়েও বেশি। ওই তিন রাজ্যের মোট বার্ষিক বাজেট ৪৯,১০৩ কোটি টাকা।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং দ্য ন্যাশনাল ইলেকশন ওয়াচ (NEW)-এর রিপোর্ট অনুসারে দেশের বিভিন্ন রাজ্যের ৪০০১ জন বর্তমান বিধায়কের মোট সম্পদ ৫৪,৫৪৫ কোটি টাকা বলে জানা গেছে।
দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান বিধায়কদের নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা পরীক্ষা করে এই সমীক্ষা করেছে এডিআর এবং এনইডব্লু। মনোনয়ন জমা দেবার সময় প্রার্থীরা তাঁদের হলফনামায় যে সম্পদের বিবরণ জমা দিয়েছেন তার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে।
২০২৩-২৪ আর্থিক বর্ষে নাগাল্যান্ডের বাজেটের পরিমাণ ২৩,০৮৬ কোটি টাকা, মিজোরামের বাজেটের পরিমাণ ১৪,২১০ কোটি টাকা এবং সিকিমের বাজেটের পরিমাণ ১১,৮০৭ কোটি টাকা।
রিপোর্টে জানানো হয়েছে ২৮টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪,০৩৩ বিধায়কের মধ্যে ৪,০০১ জন বিধায়কের নথি পরীক্ষা করা হয়েছে। এই ৪০০১ জন বিধায়ক ৮৪টি রাজনৈতিক দলের সদস্য। এছাড়াও এঁদের মধ্যে বেশ কিছু নির্দল বিধায়কও আছেন।
সমীক্ষা অনুসারে ১,৩৫৬ জন বিজেপি বিধায়কের গড় সম্পত্তি ১১.৯৭ কোটি টাকা। ৭১৯ জন কংগ্রেস বিধায়কের গড় সম্পত্তি ২১.৯৭ কোটি টাকা। তৃণমূলের ২২৭ জন বিধায়কের গড় সম্পত্তি ৩.৫১ কোটি টাকা। ১৬১ জন আপ বিধায়কের গড় সম্পত্তি ১০.২০ কোটি, ১৪৬ জন ওয়াইএসআরপি বিধায়কের গড় সম্পত্তি ২৩.১৪ কোটি টাকা, ডিএমকে-র ১৩১ জন বিধায়কের গড় সম্পত্তি ১২.৬৯ কোটি টাকা এবং ১১৩জন বিজেডি বিধায়কের গড় সম্পত্তি ৪.৬৩ কোটি টাকা। এছাড়াও সমাজবাদী পার্টির ১১২ জন বিধায়কের গড় সম্পত্তি ৯.৩৪ কোটি টাকা, টিআরএস-এর ১০৩ জন বিধায়কের গড় সম্পত্তি ১৪.০১ কোটি টাকা, ৯৫ জন নির্দল বিধায়কের গড় সম্পত্তি ২৯.৯৫ কোটি টাকা, ৮০ জন আরজেডি বিধায়কের গড় সম্পত্তি ৫.৯৫ কোটি টাকা, ৭৭ জন সিপিআইএম বিধায়কের গড় সম্পত্তি ১.৩১ কোটি টাকা।
তালিকার শীর্ষে আছে বিজেপি এবং কংগ্রেস। বিজেপির ১,৩৫৬ জন বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ ১৬,২৩৪ কোটি টাকা এবং ৭১৯ জন কংগ্রেস বিধায়কের মোট সম্পদের পরিমাণ ১৫,৭৯৮ কোটি টাকা। তৃণমূলের ২২৭ জন বিধায়কের মোট সম্পদের পরিমাণ ৭৯৭ কোটি টাকা। ৭৭ জন সিপিআইএম বিধায়কের মোট সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা।
বিধায়কদের সম্পদ মূল্য অনুসারে সর্বাধিক ধনী বিধায়ক আছেন কর্ণাটকে। যেখানে ২২৩ জন বিধায়কের সম্পদের মোট মূল্য ১৪,৩৫৯ কোটি টাকা। মহারাষ্ট্রের ২৮৪ জন বিধায়কের ৬,৬৭৯ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের ১৭৪ জন বিধায়কের মোট সম্পদের পরিমাণ ৪,৯১৪ কোটি টাকা, উত্তরপ্রদেশের ৪০৩ জন বিধায়কের সম্পদের পরিমাণ ৩,২৫৫ কোটি টাকা। পশ্চিমবঙ্গের ২৯৩ জন বিধায়কের মোট সম্পদের পরিমাণ ৮২৩ কোটি টাকা প্রায়।