Source: 
Peoples Reporter
https://www.peoplesreporter.in/special-article/adr-27-billionaires-among-225-rajya-sabha-mps-survey-report
Author: 
ওয়েব ডেস্ক
Date: 
18.08.2023
City: 

রাজ্যসভায় ২২৫ জন সাংসদের মধ্যে ২৭ জন সাংসদ ১০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক। শুক্রবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) প্রকাশিত এক রিপোর্টে একথা জানা গেছে। ওই রিপোর্ট অনুসারে রাজ্যসভা সাংসদদের গড় সম্পদের পরিমাণ ৮০.৯৩ কোটি টাকা।

তালিকার শীর্ষে আছেন তেলেঙ্গানার টিআরএস সাংসদ ডঃ বান্দি পার্থ সারধি। হলফনামা অনুসারে যার মোট সম্পদের পরিমাণ ৫,৩০০ কোটি টাকার বেশি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি সাংসদ আলা অযোধ্যা রামি রেড্ডি। যার সম্পদের পরিমাণ ২,৫৭৭ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। যার সম্পদের পরিমাণ ১০০১ কোটি টাকা।

এই সমীক্ষা অনুসারে ১০ কোটি টাকা বা তার বেশি সম্পদ আছে ৮৪ জন সাংসদের। ৫ থেকে ১০ কোটি টাকার সম্পদ আছে ৩৩ জন সাংসদের। ১ থেকে ৫ কোটি টাকার সম্পদ আছে ৭৭ জন সাংসদের। ২০ লক্ষ থেকে ১ কোটি টাকার সম্পদ আছে ২৩ জন সাংসদের এবং ২০ লক্ষের নীচে সম্পদ আছে ৮ জন সাংসদের।

এডিআর নিজেদের রিপোর্টে জানিয়েছে, রাজ্যসভার ২৩৩ জন সাংসদের মধ্যে ২২৫ জনের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এডিআর ছাড়াও এই সমীক্ষার সাথে যুক্ত ছিল ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্লু)।

এডিআর আরও জানিয়েছে, রাজ্যসভায় বর্তমানে ১টি আসন শূন্য আছে এবং ৩ জন সাংসদের হলফনামা পাওয়া যায়নি। এছাড়া জম্মু ও কাশ্মীরের ৪টি আসনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যে ৩ সাংসদের হলফনামা পাওয়া যায়নি তাঁদের মধ্যে আছেন আসামের বিজেপি সাংসদ সর্বানন্দ সানোয়াল, কর্ণাটকের বিজেপি সাংসদ নারায়ণ কোরাগাপ্পা এবং পুদুচেরির বিজেপি সাংসদ এস সেলভাগানপতি।

এডিআর-এর রিপোর্ট অনুসারে, রাজ্যসভার ২২৫ জন সাংসদের মধ্যে ২৭ জন (১২ শতাংশ)-এর সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। যার মধ্যে সর্বাধিক সাংসদ বিজেপির।

বিজেপির ৮৫ জন সাংসদের মধ্যে ৬ জন সাংসদের সম্পদ ১০০ কোটি টাকার বেশি। এই তালিকায় আছেন ৩০ জন কংগ্রেস সাংসদের মধ্যে ৪ সাংসদ, ওয়াইএসআরসিপি-র ৯ সাংসদের মধ্যে ৪ জন, ১০ আপ সাংসদের মধ্যে ৩জন, ৭ টিআরএস সাংসদের ৩ জন এবং ৬ আরজেডি সাংসদের ২ জন।

রাজ্যের হিসেবে যে ২৭ জন সাংসদের সম্পদ ১০০ কোটি বা তার চেয়ে বেশি তাঁদের অধিকাংশই অন্ধ্রপ্রদেশের। এরপর তালিকায় আছে তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র।

অন্ধ্রপ্রদেশের ৫ সাংসদ, তেলেঙ্গানার ৩, মহারাষ্ট্রের ৩, পাঞ্জাবের ২, মধ্যপ্রদেশের ২, দিল্লি এবং হরিয়ানার ১ জন করে সাংসদের সম্পদের পরিমাণ ১০০ কোটির বেশি।

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method