Source
Bangla Latestly
https://bangla.latestly.com/socially/india/politics/indias-26-regional-parties-received-rs-189-crore-in-donations-in-2021-22-200546.html
Date
ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ভোটে সেভাবে লড়াই না করলেও তাদের অনুদান দেওয়ার লোকের অভাব নেই। ফের তার প্রমাণ পাওয়া গেল।
ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ভোটে সেভাবে লড়াই না করলেও তাদের অনুদান (donations) দেওয়ার লোকের অভাব নেই। ফের তার প্রমাণ পাওয়া গেল। সোমবার ভারতের (India) অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম (Association of Democratic Reform) বা গণতান্ত্রিক সংস্কার সমিতি সূত্রে জানা গেল, দেশের ২০২১-২২ আর্থিক বর্ষে ১৮৯ কোটি টাকা অনুদান পেয়েছে ২৬টি আঞ্চলিক দল (regional parties)।
26 regional parties received Rs 189 crore in donations in 2021-22: Association of Democratic Reform
— Press Trust of India (@PTI_News) April 24, 2023