Skip to main content
Source
Bangla Latestly
https://bangla.latestly.com/socially/india/politics/indias-26-regional-parties-received-rs-189-crore-in-donations-in-2021-22-200546.html
Author
Soumya Mukherjee
Date

ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ভোটে সেভাবে লড়াই না করলেও তাদের অনুদান দেওয়ার লোকের অভাব নেই। ফের তার প্রমাণ পাওয়া গেল।

ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ভোটে সেভাবে লড়াই না করলেও তাদের অনুদান (donations) দেওয়ার লোকের অভাব নেই। ফের তার প্রমাণ পাওয়া গেল। সোমবার ভারতের (India) অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম (Association of Democratic Reform) বা গণতান্ত্রিক সংস্কার সমিতি সূত্রে জানা গেল, দেশের ২০২১-২২ আর্থিক বর্ষে ১৮৯ কোটি টাকা অনুদান পেয়েছে ২৬টি আঞ্চলিক দল (regional parties)। 


abc