Skip to main content
Source
Bengali.abplive
https://bengali.abplive.com/news/bjp-received-over-250-crore-as-donations-in-last-one-year-1036569
Author
ABP Ananda
Date
City
New Delhi

BJP Received Crores Of Donation: অনুদানের ৭০ শতাংশেরও বেশি গিয়েছে বিজেপির ঝুলিতে, এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস।

গত এক বছরে নির্বাচনী ট্রাস্ট (Electoral Trust) থেকে রাজনৈতিক দলগুলি (Political Parties) যে পরিমাণ টাকা (Money) পেয়েছে, সেই অনুদানের ৭০ শতাংশেরও বেশি গিয়েছে বিজেপির (BJP) ঝুলিতে, এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। ২৫ শতাংশ গিয়েছে কেসিআর-এর ভারতীয় রাষ্ট্রীয় সমিতির পকেটে।

রিপোর্টে বলা হয়, ২০২২-২৩ অর্থবর্ষে ৩৯টি কর্পোরেট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান মোট ৩৬৩ কোটি টাকা দান করেছে বিভিন্ন এনজিও-কে। নির্বাচনী সংস্কারের জন্য কাজ করা এনজিওর দেওয়া টাকা রাজনৈতিক দলগুলি পেয়েছে।

২০২২-২৩ সালের জন্য নির্বাচনী ট্রাস্টের প্রতিবেদনের বিশ্লেষণ অনুসারে, এই কর্পোরেট এবং ব্যবসা প্রতিষ্ঠান, যারা নির্বাচনী ট্রাস্টগুলিতে ৩৬৩ কোটির বেশি অবদান রেখেছে। ৩৪টি কর্পোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান মোট দান করেছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টে। একটি সংস্থা সমাজ ইলেক্টোরাল ট্রাস্টে ২ কোটি টাকা দান করেছে। ২টি সংস্থা ৭৫ লক্ষ ৫০ হাজার টাকা দান করেছে পরিবর্তন ইলেক্টোরাল ট্রাস্টে। আর ২টি সংস্থা ৫০ লক্ষ টাকা দান করেছে ট্রায়াম্ফ ইলেক্টোরাল ট্রাস্টে।

কোন দল কত পেয়েছে?

এর মধ্যে ২৫৯.০৮ কোটি বা মোট অনুদানের ৭০.৬৯ শতাংশই গিয়েছে বিজেপির ঝুলিতে। এদিকে বিআরএস পেয়েছে ৯০ কোটি বা মোট অনুদানের ২৪.৫৬ শতাংশ। এদিকে ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি এবং কংগ্রেস সম্মিলিত ভাবে পেয়েছে মাত্র ১৭ কোটি ৪০ লক্ষ টাকা।

সমাজ নির্বাচনী ট্রাস্ট কংগ্রেসকে ৫০ লক্ষ অনুদান দিয়েছে। অন্যদিকে, প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট চারটি রাজনৈতিক দল - বিজেপি, বিআরএস, ওয়াইএসআর কংগ্রেস এবং এএপিকে অনুদান দিয়েছে।