Skip to main content
Source
Zee News
https://zeenews.india.com/bengali/nation/29-out-of-30-present-cms-of-he-country-are-crorepatis-adr-analysis-report-says_466988.html
Date

সবচেয়ে কম ঘোষিত সম্পদ যে তিনজন মুখ্যমন্ত্রীর রয়েছে তাঁদেরা মধ্যে আছেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পদের দিক থেকে শীর্ষ তিন মুখ্যমন্ত্রীর মধ্যে প্রথম হলেন অন্ধ্রপ্রদেশের জগন মোহন রেড্ডি। ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জন অর্থাৎ ৪৩ শতাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এর বিশ্লেষণ করা সমীক্ষা অনুসারে, দেশের বর্তমান ৩০জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। পাশাপাশি এও জানা গিয়েছে যে এই ৩০ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির মোট ৫১০ কোটি টাকার সম্পদ রয়েছে।

অন্যদিকে যে একজন মুখ্যমন্ত্রী ভারতে কোটিপতি নন তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদ প্রায় ১৫ লক্ষ টাকা। এডিআর এই খবর জানিয়েছে।

এডিআর এবং ইলেকশন ওয়াচ (নতুন) বলেছে যে তারা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০জন বর্তমান মুখ্যমন্ত্রীর স্বঘষিত নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে।

২৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ দিল্লি এবং পুদুচেরিতে বর্তমানে নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছে। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে কোনও মুখ্যমন্ত্রী নেই।

বিশ্লেষণ করা ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জন অর্থাৎ ৯৭ শতাংশই কোটিপতি। বিশ্লেষণ থেকে আরও জানা গিয়েছে যে প্রতিটি মুখ্যমন্ত্রীর গড় সম্পদ ৩৩.৯৬ কোটি টাকা। ADR এই কথা জানিয়েছে।

ADR-এর রিপোর্ট অনুযায়ী, ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জন অর্থাৎ ৪৩ শতাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে খুন, খুনের চেষ্টা, অপহরণ এবং অপরাধমূলক ভয় দেখানোর মতো অপরাধ রয়েছে।


abc