Source: 
Hindustan Times Bangla
https://bangla.hindustantimes.com/pictures/whp-are-the-richest-and-oldest-mps-in-rajya-sabha-check-list-according-to-adr-where-is-jaya-bachchan-in-the-list-31692522527106.html
Author: 
Abhijit Chowdhury
Date: 
20.08.2023
City: 

সম্প্রতি রাজ্যসভা সাংসদদের সম্পত্তির পরিমাণ নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। আর তাতেই দেখা যাচ্ছে যে বর্তমানে যারা রাজ্যসভার সদস্য, তাঁদের মধ্যে ১২ শতাংশই বিলিয়নেয়ার। দেশের মোট ২৭ জন রাজ্যসভা সদস্য বিলিয়নেয়ার। তালিকায় আছেন জয়া বচ্চনও।

1/6রাজ্যসভার ২৭ জন বিলিয়নেয়ারের মধ্যে সর্বাধিক সংখ্যক সদস্য আসছেন তেলাঙ্গানা থেকে। এছাড়াও অন্ধ্র এবং মহারাষ্ট্রের থেকেও বহু সংখ্যক বিলিয়নেয়ার এসেছেন রাজ্যসভায়। এই তিন রাজ্যের থেকে মোট ১১ জন বিলিয়নেয়ার রাজ্যসভায় এসেছেন।

2/6রাজ্যসভার সবচেয়ে ধনী সদস্য হলেন টিআরএস সাংসদ বান্দি পার্থ সারথী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ হল ৫৩০০.২১ কোটি। এদিকে এরপরই তালিকয় আছেন অন্ধ্রের ওয়াইআরএস কংগ্রেসের সাংসদ অযোধ্যা রমি রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ২৫৭৭.৭৫ কোটি টাকা। এরপরই তালিকায় আছেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সদস্য জয়া বচ্চন। তাঁর সম্পত্তির পরিমাণ ১০০১.৬৩ কোটি টাকা।

3/6এদিকে রাজ্যসভায় সবচেয়ে 'গরিব' সাংসদ হলেন আম আদমির পার্টির বলবীর সিং। তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৩.৭৯ লাখ টাকা। এদিকে এই সাতিকায় তাঁর নীচে আছেন বিজেপির মহারাজা সানাজাওবা লেইশেম্বা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫.৪৮ লাখ। আর তালিকায় তৃতীয় হলেন আম আদমি পার্টির সঞ্জয় সিং। তাঁর সম্পত্তির পরিমাণ ৬.৬ লাখ টাকা। (ছবিতে - আম আদমি পার্টির সঞ্জয় সিং)

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method