মুখ্যমন্ত্রী হিসাবে বেতন নেন না। প্রাক্তন সাংসদ হিসাবে যে ভাতা পান তাও নেন না। গোটা দেশে সততার প্রতীক হিসাবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন এমনটাই দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সামনে এল আরও এক চাঞ্চল্যকর খবর। জানা যাচ্ছে দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী হিসাবে বেতন নেন না। প্রাক্তন সাংসদ হিসাবে যে ভাতা পান তাও নেন না। গোটা দেশে সততার প্রতীক হিসাবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন এমনটাই দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সামনে এল আরও এক চাঞ্চল্যকর খবর। জানা যাচ্ছে দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী কে? কেই বা সবচেয়ে ধনী? নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর)। রিপোর্ট অনুসারে, দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা! অন্য দিকে, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডি, তাঁর সম্পত্তির মূল্য ৫১০ কোটি টাকা!
নির্বাচন কমিশনের কাছে দেশের ২৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা যে হলফনামা জমা দিয়েছেন তার ভিত্তিতেই এই তথ্য উঠে এসেছে রিপোর্টে ৷ যদিও বর্তমানে জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী পদে কেউ নেই ৷
ওই রিপোর্টে বলা হয়েছে দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। তালিকায় মমতার ওপরে রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর সম্পত্তির মোট মূল্য ১ কোটি টাকা।
বুধবার বেসরকারি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) পক্ষ থেকে দেশের ২৮ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা ও তাদের বিরুদ্ধে থাকা মামলা নিয়ে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি ৩৮ লক্ষ ১৬ হাজার ৫৬৬ কোটি টাকা। বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। তবে সবটাই অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি বলে কিছু নেই তাঁর। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সম্পত্তির পরিমাণ এক কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার ৭৬৬ টাকা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা।
এডিআরের রিপোর্টে জানানো হয়েছে, দেশের ৩০ মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি ধারায় মামলা রয়েছে। অর্থাৎ ৪৩ শতাংশই দাগি। সবচেয়ে বেশি মামলা রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৬৭টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৭টি মামলায় গুরুতর ধারা রয়েছে। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে ৪৭টি মামলা রয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোজন রেড্ডির বিরুদ্ধে রয়েছে ৩৮টি মামলা।