Skip to main content
Source
Sangbadpratidin
https://www.sangbadpratidin.in/india/richest-candidate-of-lok-sabha-2024/
Author
Anwesha Adhikary
Date

প্রার্থীর সন্তানদের রয়েছে হাজার কোটির সম্পত্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি নজর কাড়ছে প্রার্থীদের সম্পত্তির পরিমাণও। জানা গিয়েছে, চলতি নির্বাচনে মোট ৮ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক দফাতেই একাধিক কোটিপতি প্রার্থী রয়েছেন।

চলতি লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) ধনীতম প্রার্থী অন্ধ্রপ্রদেশের গুন্টুর কেন্দ্রের ডঃ চন্দ্র শেখর পেম্মাসানি। তেলুগু দেশম পার্টির প্রার্থীর হাতে রয়েছে ৫৭০৫ কোটি টাকার সম্পত্তি। নির্বাচনী হলফনামা অনুযায়ী, স্থাবর-অস্থাবর মিলিয়ে ৫ হাজার ৭৮৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে প্রার্থীর হাতে। ব্যক্তিগতভাবে তাঁর সম্পত্তির পরিমাণ ২ হাজার ৪৮৮ কোটি টাকা। তাঁর স্ত্রীর মালিকানায় ২ হাজার ৩৪৩ কোটি টাকা। সবমিলিয়ে ১ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে পেম্মাসানির সন্তানদেরও।

ধনীতম প্রার্থীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির (BJP) কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। তেলেঙ্গানার চেভেল্লা কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৫৬৮ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী পল্লবী শ্রীনিবাস ডেম্পো। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৩৬১ কোটি। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নবীন জিন্দল রয়েছেন ধনীতম প্রার্থীদের তালিকায় চতুর্থ স্থানে। কুরুক্ষেত্র কেন্দ্রের প্রার্থীর মোট সম্পত্তি ১ হাজার ২৪১ কোটি টাকা। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কংগ্রেসের নকুল নাথ। ৭১৬ কোটি টাকার সম্পত্তির মালিক লড়ছেন মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে।

নির্বাচনে একদিকে যেমন রয়েছেন আর্থিক হেভিওয়েট প্রার্থীরা, অন্যদিকে সম্বলহীন প্রার্থীরাও শামিল হয়েছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায়। চতুর্থ দফার ভোটে ২৪ জন এমন প্রার্থী ছিলেন, যাঁদের হাতে কোনও সম্পত্তি নেই। ১০০ টাকারও কম সম্পদ নিয়েও ভোটের ময়দানে নেমেছেন বহু প্রার্থী। আমজনতার রায় শেষ পর্যন্ত কাদের দিকে যায়, উত্তর মিলবে ৪ জুন।


abc